উত্তর ইংল্যান্ডের কিছু এলাকায় শিথিল হচ্ছে লকডাউন

ব্রিটবাংলা ডেস্ক : বৃটেনে গত চব্বিশ ঘন্টায় করোনায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। মৃতদের সবাই করোনায় আক্রান্ত হয়ে ইংল্যান্ডের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওয়েলস এবং স্কটল্যান্ডে গত চব্বিশ ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। এদিকে গত চব্বিশ ঘন্টায় বৃটেনে আরো ১২শ ৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে আগামী বুধবার থেকে উত্তর-পশ্চিম ইংল্যান্ডের বেশ কিছু এলাকায় লকডাউন কিছুটা শিথিল করা হবে। বিশেষ করে বল্টন, স্টকপোর্ট, ট্রাফোর্ড, ব্লার্নলি, হাইন্ডবার্ন এবং ব্রাডফোর্ডে কিছু এলাকায় ভিন্ন ভিন্ন পরিবারের সদস্যরা একে অন্যের সঙ্গে মিলিত হতে পারবেন। করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এসব এলাকায় জুলাই মাসের শেষ দিকে স্থানীয়ভাবে লকডাউন আরোপ করা হয়েছিল। অন্যদিকে আগামী ১১ সেপ্টেম্বর লেস্টারের লকডাউন বিষয়ে পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে হেলথ ডিপার্টমেন্ট।
এদিকে করোনার কারণে কয়েক মাস পর পহেলা সেপ্টেম্বর থেকে ইংল্যান্ডের স্কুলগুলো খুলছে। স্কুল খুললেও শিশুদের স্কুলে দেওয়া না দেওয়া নিয়ে অভিভাবকদের মধ্যে এখনো এক ধরনের শঙ্কা কাজ করছে। তবে ব্রিটিশ মেডিকেল জার্নালের এক রিপোর্টে বলা হয়েছে, করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা শিশুর সংখ্যা একেবারেই কম।

ব্রিটিশ মেডিকেল জার্নাল বৃটেনে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া প্রায় ৭০ হাজার উপর পরীক্ষা চালিয়েছে। এরমধ্যে শিশু ছিল ৬৫১ জন। শিশুদের মধ্যে ৬ জন মারা গেছে যাদের স্বাস্থ্য জনিত মারাত্মক সমস্যা ছিল। তবে রিপোর্টে বলা হয়েছে, ব্ল্যাক এথনিসিটির শিশুদের মধ্যে যাদের শরীরের ওজন বয়সের তুলনায় বেশি এবং নবজন্মা শিশুদের ক্ষেত্রে করোনার কিছুটা ঝুঁকি রয়েছে।

গত বৃহস্পতিবার একদিনে বৃটেনে ১৫’শর বেশি করোনা রোগি শনাক্ত হয়। মধ্য জুনের পরে এই আক্রান্তের সংখ্যা সবচাইতে বেশি বৃটেনে। দৈনিক টেস্টিংয়ের সংখ্যা বাড়ানোর ফলে শনাক্তের সংখ্যাও বাড়ছে। ওএনএস জানিয়েছে, ২০ অগাস্ট পর্যন্ত প্রতি সপ্তাহে ইংল্যান্ডে ১ হাজার ৯ শ মানুষের মধ্যে ১ জন করোনায় আক্রান্ত হচ্ছে। তথ্য অনুযায়ী, বৃটেনে বর্তমানে সর্বোচ্চ করোনা সংক্রমিত এলাকা হল স্কটল্যান্ডের টে সাইড। অন্যান্য এলাকায় আগে বেশি থাকলেও ক্রমান্বয়ে কমে আসছে।
তবে স্কুল খোলার আগে করোনা বিষয়ে সতর্ক থাকার জন্যে বড়দের প্রতি বারবার আহ্বান জানিয়ে আসছে সরকার। লকডাউন নিয়ম উপেক্ষা করে অবৈধ পার্টি আয়োজনের মাধ্যমে করোনা আরো বেশি করে সংক্রমিত হবার ঝুঁকি থাকে বেশি। ব্যাংক হলিডেতে অবৈধ পার্টির আয়োজন থেকে বিরত থাকার জন্যে আহ্বান জানিয়েছে পাবলিক হ্যালথ ইংল্যান্ড। করোনা সংক্রমন বাড়লে শেষ পর্যন্ত স্কুল পুনরায় বন্ধ করে দিতে পারে সরকার।

Advertisement