উৎসবমুখর পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইউকের বর্ষপূর্তি উদযাপন

উৎসবমুখর পরিবেশে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই ইউকের বর্ষপূর্তি উদযাপিত হলো। গত ১৬ জানুয়ারী পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে কেক কেটে, আনন্দ আড্ডা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইউকের বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট ‘ডব্লিও ডব্লিও ডব্লিও ডট ডিইউ এ্যালামনাই ইউকে ডট অর্গ‘ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে সংগঠনের সংবিধান সংক্রান্ত আলোচনা শেষে আগামী মে মাসে এজিএম অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইউকের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মারুফ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহবায়ক ব্যারিষ্টার আনিস রহমান ওবিই। অনুষ্ঠানের শুরুতে ব্যারিষ্টার আনিস রহমান গত বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের মিলনমেলা সফলভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানান। পুণর্মিলনী অনুষ্ঠান কিভাবে আয়োজিত হয়েছে তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন।
কোষাধ্যক্ষ সলিসিটর আবুল কালাম সংগঠনের ফাইনান্স সম্পর্কে সকলকে অবহিত করেন। বিশেষ করে গ্রেটার লন্ডনের ইলফোর্ডের দ্যা উইলওস ইভেন্টস-এ গত বছর অনুষ্ঠিত পুনর্মিলনী থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অনেক কিছু দিয়েছে এবার আমাদের ঋণ শোধের পালা‘ শ্লোগানের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের ৫০ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবার যে সিদ্ধান্ত গৃহিত হয় তার ফলোআপ তুলে ধরেন। কিছুদিনের মধ্যেই বৃত্তি প্রদানের কার্যক্রম শুরু হবে বলে উল্লেখ করে তিনি জানান যে, যারা বৃত্তি প্রদানের জন্য অনুদান দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, তাঁদের অনেকেই ইতোমধ্যে নির্ধারিত অর্থ প্রদান করেছেন। যারা এখনও অনুদানের অর্থ প্রদান করেননি তারা জানুয়ারী মাসের মধ্যেই এ্যালামনাইর একাউন্টে অর্থ জমা দিয়ে দিবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক হাবিব রহমান সদস্যদের সংবিধান সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ওয়েব সাইটে সংবিধানের কপি পাওয়া যাবে বলে উল্লেখ করেন। যুগ্ম সম্পাদক বিধান গোস্বামী কমিটির পূর্বের সভায় নেয়া সিদ্ধান্তসমূহ তুলে ধরেন। আরো বক্তব্য রাখেন সিনিয়র এ্যালামনাই শাহ্গীর বখত ফারুক। তিনি সম্প্রতি বাংলাদেশে বেড়াতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর পদার্থ বিজ্ঞান বিভাগে গিয়েছিলন, সেই অনুভূতি তুলে ধরে কার্জন হলের সামনের ফুটপাতে অবৈধ দোকান পাট উচ্ছেদে যুক্তরাজ্য এ্যালামনাই যেন ভূমিকা গ্রহণ করে তার আহ্বান জানান।
বর্ষপূর্তি অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইউকের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন করেন আনিস রহমান ওবিই। সৈয়দ ইকবাল, এম এ রকিব, প্রশান্ত পুরকায়স্ত, বিধান গোস্বামী, চৌধূরী হাফিজুর রহমান ও অন্যান্যদের তত্ত্বাবধানে গঠিত ওয়েব সাইটের বিস্তারিত তুলে ধরেন ওয়েব সাইট কমিটির পক্ষ থেকে তানভীর আহমেদ।
আহ্বায়ক কমিটির সদস্য সচিব মারুফ চৌধুরী উপস্থিত সকলের সম্মতিতে আগামী মে মাসে এজিএম অনুষ্ঠানের ঘোষণা দেন। এজিএম কে সফল করে তোলার জন্য আগামী মার্চ মাসে আহবায়ক কমিটির সভা অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বর্ষপূর্তি আয়োজনের প্রথম পর্বের সমাপ্তি ঘোষণা করে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানান।

মজাদার খাবার পরিবেশন ও সকলে মিলে বর্ষপূর্তির কেক কাটার পর কামাল উদ্দিন মিলনের পরিচালনায় অনুষ্ঠিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল খুবই উপভোগ্য। এ্যালামনাই এবং তাঁদের সহধর্মনী ও সন্তানেরা গান পরিবেশন করেন।

শুধাংসু দাসের তবলায় সংগতের সাথে গান পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী রিপা রকীব, কামাল উদ্দিন মিলন, সৈয়দা তামান্না, শামীমা হাফিজ, নওরীন সিদ্দিক, শাহান শাহ্, মারুফ চৌধুরী, আনিস রহমান ও আরো অনেকে। তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষের দিকে উপস্থিত সবাই শিল্পী হয়ে উঠেন, প্রায় সকলেই একসঙ্গে গান পরিবেশন করেন, তাঁরা ফিরে গিয়েছিলেন তাঁদের পুরনো ক্যাম্পাস জীবনে। জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য ২০১৬ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ইউকের যাত্রা শুরু হয়। ২০১৭ সালের ৫ জানুয়ারী যুক্তরাজ্যে বসবাসরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেড়শত সাবেক গ্র্যাজুয়েটের উপস্থিতিতে গঠিত হয় আহ্বায়ক কমিটি। বর্তমানে সদস্য সংখ্যা তিনশ‘তে উন্নীত হয়েছে। গত বছর সেপ্টেম্বরে আনন্দঘন পরিবেশে ঢাকা বিশ্বিবিদ্যালয় এ্যালামনাই ইউকের প্রথম রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছিল। রিইউনিয়নকে স্মরণীয় করে রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মূল্যবান লেখা, স্মৃতিচারণ ও এ্যালামনাইর সদস্যদের ডিপার্টমেন্ট, হল, ছবি, প্রোফাইলসহ ‘ক্যাম্পাস‘ নামে একটি আকর্ষণীয় ম্যাগাজিন প্রকাশ করা হয়েছিল। প্রেস বিজ্ঞপ্তি

Advertisement