একদিনে ৪৪৯ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এতে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু ৯৩ জনেই আছে।একই সময়ে কমেছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যাও। এই ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪৪৯ রোগী।আজ শুক্রবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে আরও ৪৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫১ জন। নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৭ জন ঢাকায় চিকিৎসাধীন।বাকি ১০৪ জন রাজধানীর বাইরে চিকিৎসা নিচ্ছেন। এই সময়ে নতুন করে কোনো মৃত্যু হয়নি। ফলে মৃতের সংখ্যা ৯৩ জনে স্থির আছে।বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট চার হাজার ২২০ জন ভর্তি আছেন।তাদের মধ্যে ঢাকার ৫৩টি ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন দুই হাজার ৭৫৫ জন। এছাড়া ঢাকার বাইরে এক হাজার ৪৬৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

Advertisement