একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট শাহরিয়ার কবিরের সাথে ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার মতবিনিময়

লন্ডনঃ লন্ডন সফররত একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি’র কেন্দ্রীয় প্রেসিডেন্ট সাংবাদিক মানবাধিকার কর্মি শাহরিয়ার কবিরের সাথে ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্য শাখার মতবিনিময় গেল ২৬ অক্টোবর বিকেলে লন্ডনস্থ সংগঠনের অস্থায়ী কার্য্যালয় বো-বিজনেন্স সেন্টারে অনুষ্টিত হয়।

একাত্তরের ঘাতক-দালাল নির্মুল কমিটি যুক্তরাজ্যা শাখার নির্বাহী সভাপতি সাবেক কাউন্সিলার নূরুদ্দিন আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী জামাল খানের সঞ্চালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন ও সংগঠনের যুক্তরাজ্য শাখার উপদেষ্টা সুলতান মাহমুদ শরীফ, সংগঠনের কেন্দ্রীয় সদস্য সাংবাদিক আনসার আহমেদ উল্লাহ, যুক্তরাজ্য শাখার সহসভাপতি সাংবাদিক মতিয়ার চৌধুরী, সহকারী সেক্রেটারী স্মৃতি আজাদ, সাংগঠনিক সম্পাদক রুবি হক, প্রচার সম্পাদক এনামুল হক সহ অন্যান্যরা। এসময় নির্মুল কমিািটর কেন্দ্রীয় প্রেসিডেন্ট শাহরিয়ার কবীর সাংগঠনিক বিষয়ে যুক্তরাজ্য শাখার সদস্যদের বেশ কিছু নির্দেশনা প্রদান করেন এবং ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করেন। এখানে উল্লেখ্য যে সাংবাদিক শাহরিয়ার কবির দুটি আন্তর্জাতিক সেমিনারে যোগ দিতে লন্ডনে অবস্থান করছেন।

Advertisement