ব্রিট বাংলা ডেস্ক :: ছয় বছরের শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় অভিযুক্ত ৬৫ বছর বয়স্ক আব্দুল মালেককে স্থানীয়দের সহায়তায় শুক্রবার রাত ১০টায় গ্রেপ্তার করেছে কলাপাড়া থানা পুলিশ। দীর্ঘদিন ধরে কলাপাড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের শিকদার বাড়ি সড়কের দারুল এহসান মডেল মাদরাসার নিকটবর্তী মুছা ভ্যারাইটিস স্টোর্সের মালিক আব্দাল মালেক দোকানের মধ্যে বসেই শিশু শিক্ষার্থীদের চকলেট, চিপসসহ বিভিন্ন খাবারের প্রলোভন দেখিয়ে একাধিক শিশুর ওপর যৌন নির্যাতন চালান।
সর্বশেষে গত বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিমবাদুরতলী গ্রামের প্রথম শ্রেণির ওই মাদরাসার শিক্ষার্থীকে চকলেট ও চিপসের প্রলোভন দেখিয়ে দোকানের মধ্যে বসে শিশুটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে নির্যাতন চালায়। একপর্যায় শিশুটির সাথে যৌন লালসা মেটায়। বিষয়টি নিয়ে ওই মাদরাসার নির্যাতিত একাধিক শিক্ষার্থী আলোচনার সময় অভিভাবকরা অবহিত হয়। এরপর স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে বৃদ্ধকে আটক করে কলাপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতে নির্যাতিত শিশুর পিতা বাদী হয়ে একটি এজাহার দাখিল করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিপ্লব মিস্ত্রি জানায়, অভিযুক্ত আব্দুল মালেক দীর্ঘদিন ধরে মাদরাসার আট থেকে ১০ শিক্ষার্থীকে চকলেট, চিপস এবং বিস্কুটের প্রলোভন দেখিয়ে যৌন নির্যাতন চালায়। তার বিরুদ্ধে কলাপাড়া থানায় নির্যাতনের শিকার এক শিশুর পিতা বাদী হয়ে শুক্রবার রাতে মামলা দায়ের করেন।