রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে ময়ূর-৭ নামক একটি লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।শুক্রবার (৩০ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার খবর জানায় ফায়ার সার্ভিস।এরআগে, সকাল ১১টায় লঞ্চে আগুন লাগার সংবাদ পাওয়া যায় বলে জানান ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।এ ঘটনায় প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।জানা যায়, ময়ূর-৭ লঞ্চটি ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করে। এটি লালকুঠি ঘাটের ২২ নম্বর পন্টুনে দাঁড়ানো ছিল।
Advertisement