ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এ টুর্নামেন্টের জন্য দল নিয়ে খুব সতর্ক থাকে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি। বেছে বেছে দলের সদস্য নির্বাচন করে তারা।
মূলত ভারত জাতীয় দলে যারা ভালো খেলে থাকেন, আইপিএল নিলামে তাদেরই বেশি দর ওঠে।তবে কখনো কখনো ব্যতিক্রমও ঘটে। দেশটির আনাচে-কানাচে জন্ম নেয়া অখ্যাত ক্রিকেটারের দামও ওঠে আকাশছোঁয়া।
তেমনই একজন খেলোয়াড় হচ্ছেন বরুণ চক্রবর্তী। ভারতের কর্নাটকের ছোট শহর বিদারে ১৯৯১ সালে নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। ২০১৯ সালে আচমকা ধূমকেতুর মতো ভারতীয় ক্রিকেট আকাশে আবির্ভাব ঘটে রহস্যময় এ স্পিনারের। সেবার তাকে ৮ কোটি ৪০ লাখ টাকায় দলে ভেড়ায় কিংস ইলেভেন পাঞ্জাব।
অবশ্য মাল্টি মিলিয়ন ডলারের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আইপিএলে একটির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি বরুণ। গেল আসরে কেবল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে পারফর্ম করার সৌভাগ্য হয় তার। সেই ম্যাচে এক উইকেট শিকার করেন তিনি।
তবে মৌসুম শেষে ঠিকই টাকা পেয়ে গেছেন বরুণ। ফলে তার ভাগ্যের চাকাও গড়ে গেছে। এখন তিনি ও তার পরিবার স্বচ্ছল।