ব্রিটবাংলা ডেস্ক : এন্টি সেমিটিজমের অভিযোগে দলের সাবেক এক এমপিকে পার্টি থেকে বরখাস্ত করেছে লেবার পার্টি। স্কটল্যান্ডের পেইসলি এবং রেনফ্রিউশায়ার নর্থ আসানের সাবেক েএমপি জিম শেরিদান ২০১৫ সালের নির্বাচনে পরাজিত হন। সামাজিক মাধ্যমে দল এবং জুইশ কমিউনিটি নিয়ে একটি মন্তব্যের দায়ে তাকে বহিস্কার করা হয়েছে বলে পার্টি থেকে জানানো হয়েছে।
তবে সাবেক এমপি জিমের ব্যাপারে আলাদা করে পার্টি থেকে বিশেষ কোনো মন্তব্য করা হয়নি। যদিও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে কোনো ধরনের এন্টি সেমিটিজমের অভিযোগ পার্টি গুরুত্বের সাথে নিচ্ছে। সব অভিযোগের বিরুদ্ধে পার্টি থেকে তদন্ত করা হবে বলেও জানানো হয়।
The former MP for Paisley and Renfrewshire North Jim Sheridan has been suspended by the Labour Party.
The move followed posts Mr Sheridan was alleged to have been responsible for on social media regarding the party and the Jewish community.
Mr Sheridan lost his parliamentary seat in the 2015 General Election.
The Labour Party has said it cannot comment on individual cases, but that complaints of anti-Semitism are all “fully investigated”.
A statement from the party said: “The Labour Party takes all complaints of anti-Semitism extremely seriously and we are committed to challenging and campaigning against it in all its forms.
“All complaints about anti-Semitism are fully investigated in line with our rules and procedures and any appropriate disciplinary action is taken.”