এবার নিউজিল্যান্ডে জরুরি অবস্থা জারি 

এর ফলে এখন থেকে জরুরি কাজে নিয়োজিত ছাড়া দেশটিতে অন্য কেউ বাইরে বেরোতে পারবে না। তবে স্বাস্থ্য সেবা ও খাবারের স্টোর খোলা থাকবে। সেইসঙ্গে ঘরে এবং বাইরে সকল ধরের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে দেশটিতে।

এছাড়া যান চলাচল সীমিত করা হয়েছে। কেবল জরুরি কাজে নিয়োজিত লোকদের জন্য যানচলাচল থাকবে।

এখন পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২০৫ জন। সেরে উঠেছেন ২২ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনার আবির্ভাব ঘটে। এরপর বিশ্বের ১৮০ টির বেশি দেশে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২২ হাজারের বেশি। মারা গেছে ১৮ হাজার ৯০০। প্রতিক্ষণে এই ভাইরাসে মৃত ও আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Advertisement