এবার নুসরাতের বেবি বাম্পের ছবি ভাইরাল, বাবা কে?

বর্তমানে বেশ আলোচনায় আছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। এরইমধ্যে সামনে এলো তার বেবি বাম্পের ছবি। ছবিটি এরইমধ্যে ভাইরাল হয়ে পড়েছে। নেটা দুনিয়ায় নতুন করে প্রশ্ন উঠেছে, এই সন্তানের বাবা কে?নিজের বালিগঞ্জের ফ্ল্যাটে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং তনুশ্রী চক্রবর্তীর সঙ্গে আড্ডায় মেতেছেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে, সাদা হাতকাটা লম্বা ঝুলের জামা, কানে মাকড়ি ধাঁচের দুল, ঠোঁটে হালকা লিপস্টিকে হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে তিনি। তার চোখমুখ জুড়ে মাতৃত্বের আভা। নেটমাধ্যমে ব্যবসায়ী রাজকুমার গুপ্ত একবার সেই আড্ডারই ছবি দিয়েছিলেন। সেই ছবিতে সকলের পিছনে দেখা গিয়েছিল নুসরাত এবং তার বিশেষ বন্ধু যশকে। সঙ্গে ছিলেন শ্রাবন্তী, তনুশ্রী এবং রাজকুমার নিজে। তবে পরে রাজকুমার ছবিটি নেটমাধ্যমে থেকে তুলে নেন।যাদের প্রশ্ন ছিলো, নুসরাত কি সত্যিই মা হতে চলেছেন? এবার তাদের আর কোনো সংশয় থাকলো না।পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা নুসরাতের বেবি বাম্পের ছবিটি প্রকাশ করেছে।

Advertisement