ব্রিট বাংলা ডেস্ক :: ইতিহাস গড়া হলো না বাংলাদেশের। ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের সবশেষ দুই ম্যাচ হেরে গেলেন তারা। রোববার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে জিততে পারলে নতুন ইতিহাস হতো টাইগারদের। টিম ইন্ডিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জিততেন তারা।
তবে আশায় গুড়েবালি। দারুণ সম্ভাবনা জাগিয়েও নাগপুরে ৩০ রানে হেরে গেল বাংলাদেশ। ফলে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল মেন ইন ব্লুরা।
পরাজয়ের কারণ উল্লেখ করে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমাদের জয়ের ভালো সুযোগ ছিল। নাঈম-মিঠুন ব্যাটে জয়ের পথেই ছিলাম আমরা। কিন্তু মাঝের ওভারে দ্রুত ৩ উইকেট হারানোয় ম্যাচ থেকে ছিটকে যাই।
তিনি বলেন, শেষ দিকে জয়ের জন্য ৩০ বলে লাগত ৫০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা আহামরি ব্যবধান নয়। তবে সুযোগটা কাজে লাগাতে পারিনি আমরা। আবারও ভারতের বিপক্ষে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো।
তবে তরুণদের সাধুবাদ জানাতে ভুলেননি বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক। বলেন, তরুণরা যেভাবে খেলেছে, চেষ্টা করেছে তাতে আমি খুশি। সর্বোপরি যে সুযোগগুলো আমরা পেয়েছি, সেগুলো ভালোভাবে শেষ করতে না পারায় এ দশা।
Advertisement