এমসি কলেজ হোস্টেলে ছাত্রলীগ নেতার রুম থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ব্রিট বাংলা ডেস্ক :: সিলেটে এক তরুণীকে গণধর্ষণের ঘটনার সাথে জড়িত এক ছাত্রলীগ ক্যাডারকে ধরতে এমসি কলেজের ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়েছে।

এ সময় অভিযুক্ত এক যুবকের রুম থেকে একটি আগ্নেয়াস্ত্র ও বেশি কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ অভিযানে ঘটনার সাথে কাউকে গ্রেফতার করতে পারেনি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহপরান (রহ.) থানা পুলিশ এ অভিযান চালায়।

অভিযানের সত্যতা নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার ওসি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সাইফুর রহমানের রুম থেকে একটি পাইপগান, ৪টি রামদা ও একটি ধারালো চাকু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এরআগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে এমসি কলেজের হোস্টেলে এক তরুণীকে গণধর্ষণ কয়েকজন ছাত্রলীগ ক্যাডার।

Advertisement