এম ওয়ানের গাড়ি দুর্ঘটনায় দু’লড়ি ড্রাইভার অভিযুক্ত : Lorry drivers charged over M1 fatal crash

ব্রিটবাংলা রিপোর্ট : ইংল্যান্ডের মটরওয়ে  এম ওয়ানের সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দু’লড়ি ড্রাইভারকে অভিযুক্ত করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত প্রায় ৩টা ১৫ মিনিটের দিকে মিল্টন কিংসের কাছে দুটি লড়ি ও একটি মিনিবাস দুর্ঘটনায় ৬জন পুরুষ এবং ২ জন মহিলা নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালের চিকিত্সাধীন আছেন আরো ৪জন। হতাহত সবাই মিনিবাসের যাত্রী এবং একই পরিবারের সদস্য বলে ধারনা করা হচ্ছে। তারা মিনিবাসে করে নটিংহাম থেকে লন্ডনের দিকে আসছিলেন। এ দুর্ঘটনার পরপরই দু লড়ি ড্রাইভারকে আটক করা হয়েছিল।

অভিযুক্তরা হলেন ৩২ বছর বয়সী রেইজার্ড মসিয়েরাক এবং ৫১ বছর বয়সী ডেভিড ওয়াগস্টাফ। মসিয়েরাক ওর্চেস্টারের বাসিন্দা। আর ডেভিড স্টাফোর্ডশায়ারে বসবাস করেন। তাদের বিরুদ্ধে বিপজ্জনকভাবে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে মানুষ হতাহতসহ ৮টি অভিযোগ আনা হয়েছে। ড্রাইভিংয়ের সময় নিয়মের বাইরে মদপান করে অসতর্ক অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানির অভিযোগে অভিযুক্ত মসিয়েরাককে সোমবার হাইওয়েকাম্ব ম্যাজিস্ট্রেইট কোর্টে হাজির করা হবে। অন্যদিকে আগামি ১১ সেপ্টেম্বর মিল্টনকিংস ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হবে ওয়াগস্টাফকে।

 

Lorry drivers charged over M1 fatal crash
Two lorry drivers have been charged over a crash on the M1 on Saturday which left eight people dead and four with serious injuries.
Six men and two women were killed when the minibus they were in collided with two lorries near Milton Keynes.
Ryszard Masierak, 31, and David Wagstaff, 51, have been charged with eight counts of causing death by dangerous driving.
They also face four counts of causing serious injury by dangerous driving.
Mr Masierak, of Barnards Close, Evesham, Worcestershire, was charged with eight counts of causing death by careless driving while over the prescribed alcohol limit.
He will appear at High Wycombe Magistrates’ Court on Monday.
Mr Wagstaff, of Derwent Street, Stoke-on-Trent, Staffordshire, is due before Milton Keynes Magistrates’ Court on 11 September.

Advertisement