লন্ডন: ১১ ডিসেম্বর দুপুরে মাইল্যন্ডস্থ এম-সি-সি- একাউনটেন্ট কোম্পেনীতে বিজনেন্স কনসালটেন্ট ও পার্টনার হিসেবে কমিউনিটির সুপরিচিত ব্যক্তিত্ব আলিমুজ্জামানের যোগদান উপলক্ষে কোম্পেনী অফিসে এক আলোচনা সভা ও মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
এম-সি-সি এর ম্যানেজিং ডিরেক্টর একাউটেন্ট বদরুল হকের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কোম্পেনী ডিরেক্টর একাউনটেন্ট সুরাইয়া খানম, টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের কাউন্সিলার আহবাব হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার আমজাদ হোসেন,সাংবাদিক মতিয়ার চৌধুরী, শেখ কামাল মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ার আলতাফুর রহমান চৌধুরী মিতা, যুক্তরাজ্য যুবলীগের যুগ্মসম্পাদক জামাল খান, রেইন বো ফিল্মের ম্যানেজিং ডিরেক্টর মোস্তফা কামাল, যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী সারোয়ার খান,ব্যবসায়ী আক্তার নিজামী, ও আর্কিটেক্ট সাদেক আহমদ প্রমুখ।
আলোচনা সভায় সুধিবৃন্দ তাদের অভিমত ব্যক্ত করে বলেন এই কোম্পেনীতে আলীমুজ্জামানের যোগদান কোম্পেনীর চলার পথকে আরো সুদৃঢ় করবে, বৃটেনের বাংলাদেশী কমিউনিতে রয়েছে আলিমুজ্জামানের ব্যাপক পরিচিতি সেই রয়েছে তার অভিজ্ঞতা।
এখানে উল্লেখ্য যে আলিমুজ্জামান সাবেক একজন ছাত্র নেতা ও যুক্তরাজ্য বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারী সেই সাথে সিলেট একাডেমী ইউকে এন্ড ইউরোপের প্রতিষ্টা সেক্রেটারী, যক্তরাজ্যস্থ শাহী ইদগাহ সমিতির সাধারন সম্পাদক এর বাইরে রয়েছে তার ব্যবসায়িক দক্ষতা।
তিনি বৃটেনে এমেরিকান লাইফ ইন্সুরেন্স কোম্পেনীতে ফিনানসিয়াল এডভাইজার হিসেবে দীর্ঘ দিন কাজ করেন, এছাড়া তিনি আলফা ফিনান্স কোম্পেনীতে সেলস এক্সিকিউটিভ, বেঙ্গল প্রাইড কোম্পেনীতে সেলস ম্যানেজার এবং প্রাইম ইন্টার ন্যাশনাল এন্ড ফিনান্স কোম্পেনীতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।