এসএসসি ১৯ জুন, এইচএসসি ২২ আগস্ট

আগামী ১৯ জুন এসএসসি এবং ২২ আগস্ট এইচএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার এ নিয়ে শিক্ষাবোর্ডগুলো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।এর আগে ২৭ ফেব্রুয়ারি এক সভায় বিভিন্ন বোর্ড চেয়ারম্যানরা একগুচ্ছ প্রস্তাবনা তুলে ধরেন। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কয়েকটি বিষয় বাদ দেওয়ার প্রস্তাব করে আন্তঃশিক্ষা বোর্ড চেয়ারম্যান’স কমিটি।গতবছর টেস্ট পরীক্ষা না হলেও এবার গ্রহণ করা হবে টেস্ট পরীক্ষা। এছাড়া ধর্ম ও তথ্য প্রযুক্তি বিষয় বাদ দেওয়া হতে পারে। আর বিভিন্ন বিষয়ে ১০০ নম্বরের পরিবর্তে ৫০ নম্বর এবং সময় তিন ঘণ্টার পরিবর্তে ১ ঘণ্টা ৩০ মিনিট করা হতে পারে।২০২২ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ১৩ এপ্রিল। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৯ মে।২০২২ সালের এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরুর সম্ভাব্য তারিখ ৮ জুন। প্রস্তুতিমূলক পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ১৪ জুলাই।

Advertisement