এয়ারএক্সপ্রেস ট্রেভেল এন্ড ট্যুরস এডমিনিস্ট্রেশনে

ব্রিটবাংলা রিপোর্ট:ইস্ট লন্ডনের ট্রেভেল প্রতিষ্ঠান এয়ার এক্সপ্রেস ট্রেভেল এন্ড ট্যুরস এডমিনিস্ট্রেশনে চলে গেছে। 

হোয়াইটচ্যাপল রোডে ইস্ট লন্ডন মসজিদের বিপরীতে অবস্থিত এয়ার এক্সপ্রেসের অফিসটি বন্ধ রয়েছে। শার্টারে ঝুলানো একটি নোটিশে বলা হয়েছে, ২ নভেম্বর থেকে এয়ার এক্সপ্রেস ট্রেভেল এন্ড ট্যুরস ইউকে লিমিটেডের দায়িত্ব নিয়েছে এডমিনিস্ট্রেটর।

লন্ডনের মর্গেটের স্মীথ এন্ড উইলিয়ামসন এলএলপির ফার্নিবার ওনেইল এবং কলিন হার্ডমেন এডমিনিস্ট্রেটর হিসেবে দায়িত্ব নিয়েছেন।

এ বিষয়ে কোন ইনকোয়ারি থাকলে নিচের এড্রেস এবং ইমেইলে যোগাযোগ করতে নোটিশে উল্লেখ করা হয়েছে।

Smith & Williamson LLP
25 Moorgate
London EC2R 6AY
Or
airexpress@smithandwilliamson.com

Advertisement