এ রায় স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে

ব্রিট বাংলা ডেস্ক :: হলি আর্টিজান মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বহুল প্রতিক্ষীত হলি আর্টিজান মামলার রায় প্রদান করেছেন আদালত। এ রায়ে সাত জনের ফাঁসি হয়েছে। এই রায় বাংলাদেশের শেখ হাসিনার আমলে আইনের শাষণ, স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও বাড়াবে। এই রায় যারা জঙ্গিবাদ, জঙ্গিবাদী শক্তি এবং জঙ্গিবাদের পৃষ্টপোষক তাদের প্রতি এক অশনি সংকেত। আর দেশের মানুষের ভবিষ্যত নিরাপদ ও স্বাধীন বিচার ব্যবস্থা কায়েমে এ রায় ভূমিকা রাখবে।

আজ বুধবার যশোর ঈদগাহ ময়দানে জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের নেত্রী। সারা বিশ্বের দুইজন সেরা প্রধান মন্ত্রীর একজন শেখ হাসিনা। আজকের বিশ্বের সেরা সৎ রাষ্ট্রনায়কের একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, শেখ হাসিনা ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছেন। ঘরকে শাস্তি দিয়ে পরকে শেখাবো। এটাই হচ্ছে শেখ হাসিনার নীতি।

দল ভারি করার জন্য খারাপ লোকদের দলে টানবেননা। সুবিধাবাদি, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীদের কোন দরকার নেই্। শেখ হাসিনার আওয়ামীলীগে কোন দুর্নীতিবাজের ঠাই হবেনা। নতুন কমিটির বিষয়ে তিনি বলেন, নতুন কমিটি যেন পকেট কমিটি না হয়। আওয়ামী লীগ ত্যাগী, আদর্শবান কর্মীদের সংগঠন।

সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ হলো বাংলাদেশের মানুষের অনুভূতির নাম। এই বাংলার প্রতিটি মানুষের হৃদয়ের সাথে জড়িয়ে আছে বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশের স্বাধীনতাসহ যা কিছু অর্জন সবই হয়েছে আওয়ামীলীগের নেতৃত্বে।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, অশুভ শক্তি বিএনপি জামাতের তৎপরতা এখনও আছে।

বিএনপি মহাসচিব কয়েকদিন আগে বললেন, আমরা সভা সমাবেশের জন্য আর কারও কাছ থেকে অনুমতি চাইব না। আমি অবাক হয়ে গেলাম যারা মুখে গণতন্ত্রের কথা বলে, যারা আইনের শাষণের কথা বলেন, তারা কি করে এমন কথা বলেন। সভা সমাবেশ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নেয়া বিধান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব এই বক্তব্যের মধ্যে দিয়ে প্রমাণ করেছেন বিএনপি কোন গণতন্ত্রে বিশ্বাস করে না। বিএনপি সন্ত্রাসী দল সেটাই তিনি প্রমাণ করেছেন।

তিনি আরও বলেন, গতকাল খালেদা জিয়ার মুক্তির নাম করে রাজপথে নেমে তারা গাড়ি ভাংচুর করেছে। বিএনপির এই কর্মকাণ্ড দিয়ে আবার প্রমান করেছে তারা সন্ত্রাসী দল।

তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি নেত্রীর মুক্তি আন্দোলনের মাধ্যমে হবেনা। আইনি প্রক্তিয়ার মাধ্যমে মুক্তির পথ খুঁজতে হবে।

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, আইনি প্রক্রিয়া বাদে রাজপথে নেমে যদি ভাংচুর বা সন্ত্রাসী কর্মকান্ড করেন তবে স্মরণ রাখতে হবে অতিতে আওয়ামীলীগ নেতাকর্মীরা দেশবাসিকে নিয়ে আপনাদের সন্ত্রাসী তৎপরতা যে ভাবে কঠোর ভাবে দমন করেছে আগামীতেও যে কোন সন্ত্রাসী তৎপরতা বন্ধ করতে নেতা কর্মীরা প্রস্তুত আছে।

যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলনের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য্য, কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন, সদস্য এসএম কামাল হোসেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যসহ যশোরের ৬ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে দ্বিতীয় অধিবেশনে ওবায়দুল কাদের শহিদুল ইসলাম মিলনকে সভাপতি ও শাহীন চাকলাদারকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করেন।

Advertisement