এ লেভেলে ৪টি ‘এ’ স্টার নিয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন রাহুল খান

ব্রিটবাংলা রিপোর্ট : জিসিএসইর পর এবার এ লেভেল পরীক্ষায়ও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করেছে ইলফোর্ড কাউন্টি হাইস্কুলের ছাত্র রাহুল খান। ৪’টি এ স্টার নিয়ে এ লেভেল পাশ করেছে সে। স্কলারশীপ নিয়ে মেডিসিন বিষয়ে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছেন রাহুল খান। পড়াশুনার পাশাপাশি রাহুল কারাতেও বিশ্ব চ্যাম্পিয়ন। রাহুল খানের উপর চ্যানেল এসে প্রচারিত রিপোর্টটি ব্রিটবাংলার পাঠকদের জন্যে এখানে তুলে ধরা হল। বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন। কৃতজ্ঞতা চ্যানেল এসের প্রতি।

Advertisement