ওয়েস্ট লন্ডনের আইজেলওয়ার্থ দ্বীন সেন্টারের (আইডিসি) উদ্যোগে ফ্রি খাবার বিতরণ

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংকটকালে আইজেলওয়ার্থ দ্বীন সেন্টার (আইডিসি) ওয়েস্ট লন্ডন এর হাউন্সলো পুলিশ স্টেশন এবং ফায়ার ব্রিগেড এর ফ্রন্ট লাইন কর্মকর্তাদের মাঝে ফ্রি খাবার বিতরণ করে। শনিবার এবং রবিবারের (১ এবং ২ মে ২০২০) এ খাবার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেন হাউন্সলো বারা কাউন্সিল লিডার কাউন্সিলর স্টিভ কারেন এবং সমন্বয় করেন আইডিসির অন্যতম কর্মকর্তা ময়নুল ইসলাম ও মুয়াজ্জাম উদ্দিন। খাবার বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করে স্থানীয় কাউন্সিলর সামিয়া চৌধুরী সবাইকে ধন্যবাদ জানান এবং কমিউনিটির বিভিন্ন তৎপরতায় ভূমিকা নেয়ায় আইডিসিকে ধন্যবাদ জানান।

এ সময় সেখানে দ্বীন সেন্টারের পক্ষ থেকে অংশগ্রহণ করেন আইডিসি সেক্রেটারি সায়ীদ মাকসুদ, সলিসিটার খালিদুর রহমান, সাংবাদিক আকবর হোসেন, মল্লিক আলী, সিরাজুল ইসলাম ও ইমরান মনাফ প্রমুখ। ফ্রি খাবার স্পনসর করে মেমোরিজ অফ ইন্ডিয়া এবং টাইগার লিলি রেস্টুরেন্ট।

উল্লেখ, করোনা ভাইরাস এর কারণে সৃষ্ট পরিস্থিতিতে আইডিসি মানবতার সেবায় নানা কর্মসূচি হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে ফ্রি খাবার বিতরণ করা হয়। এছাড়াও হাউন্সলোও এলাকার বিভিন্ন ফুড ব্যাঙ্কগুলুতে ফ্রি খাবার সামগ্রী বিতরণ, বয়স্ক এবং অসহায় মানুষের মাঝে ঔষধ ও বাজার সওদা সরবরাহ করা হচ্ছে বলে সংগঠনটি জানিয়েছে।

Advertisement