ব্রিটবাংলা ডেস্ক : ওয়েলসের ব্যাকন এন্ড র্যাডনোশায়ার আসনে উপনির্বাচনের দাবীতে আসনের প্রায় ১০ হাজারের বেশি মানুষ একটি পিটিশনে স্বাক্ষর করেছেন। আসনের বর্তমান এমপি কনজারভেটিভ পার্টির ক্রিস ডেভিস। ২০১৫ সালের নির্বাচনে লিবডেম প্রার্থীকে পরাজিত করে তিনি প্রথম এমপি নির্বাচিত হন। নির্বাচনের সময় মিথ্যা ব্যয় দেখিয়ে পার্টির তহবিল থেকে অর্থ আদায়ের অভিযোগে গত মার্চে আদালতে দোষি সাব্যস্ত হন তিনি। মিথ্যাচারের অভিযোগে ১ হাজার ৫শ পাউন্ড জরিমানার পাশাপাশি ৫০ ঘন্টা কমিউনিটি সার্ভিস করার জন্যে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছিল। আর্থিক বিষয়ে স্থানীয় এমপির অনৈতিক আচরণের প্রতিবাদ জানিয়ে আসনের প্রায় ১৯ শতাংশ ভোটার উপনির্বাচনের দাবীতে পিটিশিনে স্বাক্ষর করেন। এদিকে এই ঘটনার জন্যে ক্ষমা চেয়ে উপনিবাচনে পুনরায় দলীয় প্রার্থী হবার আগ্রহের কথা জানিয়েছেন বর্তমান এমপি ক্রিস ডেভিস। তবে স্থানীয় টোরি পার্টি শনিবার তার প্রার্থীতার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
ওয়েলসে কানজারভেটিভ এমপির বিরুদ্ধে পিটিশিন
Advertisement