ওয়েলসে ঘরের পাশেই মিললো মৌলভীবাজারের তরুণের মরদেহ

মৌলভীবাজার থেকে সংবাদদাতা :: যুক্তরাজ্যে ওয়েলস-এ রবিবার সাপ্তাহিক ছুটির দিনে এক ব্রিটিশ বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাজু মিয়া (২৮) একজন ব্যবসায়ী।

কার্ডিফ পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, সোয়ানসির নিজ ঘরের পাশ থেকে রাজুর লাশ উদ্ধার করেছেন তারা। মরদেহের ময়না তদন্ত হবে।

রাজুর একজন আত্মীয় কাইয়ুম আহমেদ জানিয়েছেন, জন্মসূত্রে ব্রিটিশ নাগরিক রাজুর পরিবহন ও আবাসন খাতে ব্যবসা ছিল। তিনি বিবাহিত এবং এক শিশু কন্যার জনক। মৌলভীবাজার সদর উপজেলার কচুয়া গ্রাম থেকে তার পরিবার ব্রিটেনে স্থায়ী হয়।

কীভাবে রাজুর মৃত্যু হলো এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

Advertisement