কনসার্টে গান করছিলেন জোনাস ব্রাদার্স। মঞ্চের পাশেই লাল গোলাপ হাতে দাঁড়িয়ে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। স্বামী নিক তাকাতেই তিনি গোলাপ উঁচিয়ে ধরেন। স্ত্রীর হাত থেকে গোলাপ নিতে আসার পর যা ঘটেছে তার জন্য হয়তো নিজেই প্রস্তুত ছিলেন না হলিউড গায়ক ও অভিনেতা নিক জোনাস। স্বামীকে আচমকাই চুম্বন করেন অভিনেত্রী। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়। ২০১৮ সালের ডিসেম্বর নিক জোনাসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াংকা। এরপর থেকে বিভিন্ন সময় নিজেদের অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিজেরাই প্রকাশ করেছেন প্রিয়াংকা ও নিক। তবে এবার কনসার্টের মধ্যেই একে অপরকে চুম্বন করলেন তারা। উপস্থিত দর্শকরাও অবাক হয়ে যান তাদের এমন কাণ্ডে! এরইমধ্যে এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। অনেকেই তাদের এমন ভালোবাসার প্রশংসা করেছেন। আবার অনেকে বলছেন ভরা মজলিশে ভালোবাসা দেখানোর কি দরকার! আবার অনেকে বলছেন আলোচনায় আসতেই তারা এমন কাণ্ড ঘটিয়েছেন।
কনসার্টের মাঝেই আচমকা চুম্বন!
Advertisement