কমিউনিটির প্রিয় মুখ ও চ্যানেল এস- এর জনপ্রিয় সংবাদ পাঠক ড. জাকি রিজওয়ানা আনোয়ার এফআরএসএ কভিডে অনন্য ভূমিকা রাখার জন্য ইন্সপিরেশনাল ইনডিভিজুয়াল এওয়ার্ড পেয়েছেন। রবিবার ২৯শে নভেম্বর রয়েল সোসাইটি অব মেডিসিনে অনুষ্ঠিত বৃটেনের সর্ব বৃহৎ ইন্টারফেইথ প্রতিষ্ঠান ‘ফেইথ এন্ড বিলিফ ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি গ্রেটার লন্ডনের লর্ড লেফটেনেন্ট স্যার কেন অলিসার হাত থেকে এই সন্মাননা গ্রহণ করেন।
ড. জাকি গত দুই বছরে বিভিন্ন মসজিদ, মন্দির, গীর্জা, সিনাগগ, বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রতিষ্ঠানে দর্শকদের উপস্থিতে ও ডিজিটালি মানুষকে কোভিড ও ভ্যাকসিন সম্পর্কে উপদেশ দিয়ে আসছেন। এছাড়া বিলেত ও বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেলগুলোতে নিয়মিত কভিড সম্পর্কিত জটিল বিষয়গুলো সহজ ভাষায় দর্শকদের সময়োপযোগী তথ্য দিয়ে আসছেন।
ভ্যাকসিন সম্পর্কে মানুষের প্রশ্নের বৈজ্ঞানিক ব্যাখা দিয়ে তিনি ভ্যাকসিন আপটেক বাড়াতে অনন্য ভূমিকা রাখেন।
কভিডে অনন্য ভূমিকা : ইন্সপিরেশনাল ইনডিভিজুয়াল এওয়ার্ড পেলেন ড. জাকি রিজওয়ানা আনোয়ার
Advertisement