কমনওয়েলথ দিবসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে ওয়েস্টমিনস্টার বাংলাদেশী এসোসিয়েশন (ভিডিওসহ)

ব্রিটবাংলা রিপোর্ট : কমনওয়েলথ দিবসের রয়েল সার্ভিসে বাংলাদেশের পতাকা বহন করেছে ওয়েস্টমিনষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের সাপ্লিমেন্টারী স্কুলের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় পাতাকা বহনের জন্যে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের নির্ধারিত ব্যক্তি উপস্থিত না থাকায় ওয়েস্টমিনষ্টার বাংলাদেশী এসোসিয়েশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

গত ১২ মাচ ওয়েস্টমিনষ্টার এবিতে অনুষ্ঠানে রাণী দ্বিতীয় এলিজাবেথসহ রাজপরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

স্কুলের ক্ষুদে শিক্ষার্থী সানজিদা হাসনাত ফুল দিয়ে রাণী দ্বিতীয় এলিজাবেথকে বরণ করেছে।


অপর শিক্ষার্থী তাকরিম আলী কমনওয়েলথ সার্বিসে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দেশের জাতীয় পাতাকা বহন করেছে। সঙ্গে ছিল স্কুলের শিক্ষার্থী শাহজাদ হোসাইন, সামির হাসান, ফাহিম শাহ, আনিসা খাতুন এবং সামিয়া আক্তার লিনা।


অনুষ্ঠানে ওয়েস্টমিনষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের কার্যকরি কমিটির পক্ষে মোহাম্মদ জয়নাল, ময়না মিয়া, মুকিত আলি, হাসনাত সাবরী এবং রউফুল মিয়া উপস্থিত ছিলেন।

এসোসিয়েশনের কর্মকর্তারা জানান, আয়োজকদের আমন্ত্রণে এসোসিয়েশন পরিচালিত সাপ্লিমেন্টারী স্কুলের শিক্ষার্থীদের নিয়ে তারা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। সেখানে গিয়ে তারা দেখতে পান যে বাংলাদেশের পতাকা বহন করার জন্যে বাংলাদেশ হাইকমিশনের নির্ধারিত প্রতিনিধি অনুপস্থিত রয়েছেন। তিনি অসুস্থ্য বলে আয়োজকদের জানিয়েছেন অনুষ্ঠানের কিছুক্ষণ আগে। এই পরিস্থিতিতে ওয়েস্টমিনষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের কর্মকর্তারা আয়োজকদের সঙ্গে কথা বলে কমনওয়েলথ ডের রয়েল সার্ভিসে বাংলাদেশের জাতীয় পাতাকা বহনের অনুমতি লাভ করেন। যদিও অনুষ্ঠানে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন উপস্থিত ছিলেন বলে ওয়েস্টমিনষ্টার বাংলাদেশী এসোসিয়েশনের কর্তমকর্তা জানান।

Advertisement