কমিউনিটি এক্টিভিস্ট ফোরামের উদ্যোগে শাহাব উদ্দিন বেলালকে স্মরন

সদ্য প্রয়াত সাংবাদিক ও সাবেক কাউন্সিলর শাহাব উদ্দিন আহমেদ বেলাল এর নামে একটি স্থাপনার নাম করনের দাবি বাস্তবায়ন ও শক্তিশালী নাগরিক আন্দোলন ও অধিকার আদায়ের লক্ষ্যে আন্দোলন করে মানুষের অধিকার আদায়ের উদ্দেশ্যে নেতৃত্বের জন্য আহ্বান জানিয়েছেন।

গত রোববার ১৮ ফেব্রুয়ারি পুর্ব লন্ডন এর “চিলড্রেন এডুকেশন সেন্টার” এক শোক সভা আয়োজন করা হয় । হাবিব আলী মাখনের সভাপতিত্বে ও আব্দুল মালিক খোকন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মুকিত চু্নু এম বি ই, কাউন্সিলর আব্দুল আসাদ, কাউন্সিলর খালিস উদ্দীন, কাউন্সিলর নূর উদ্দিন আহমেদ, আব্দুল আসাদ, রাজন উদ্দীন জালাল, সায়ফুল আলম, বদরুল আলম, হেলাল উদ্দীন আব্বাস, আ: শুকুর, সেলিম উল্লাহ, দরছ উল্লাহ, সৈয়দ আখতারুজ্জামান মিজান, মতিন উজ জামান, ফানু মিয়া, কমিউনিটি এক্টিভিস্ট আনসার আহমেদ উল্লাহ, এ এম আবু তাহের চৌধুরী, মোস্তফা কামাল মিলন, আলতাফ হোসেন, সিরাজ জোয়ারদার, মাতিয়ার রহমান চৌধুরী, গয়াছুর রহমান গয়াছ, লোকমান উদ্দীন, শেখ আবুল নূর কোরেশী, সাঈদ মিয়া, জামাল খান, বশির উদ্দীন, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরীসহ আরো অনেকে। বিজ্ঞপ্তি।

Advertisement