কমিউনিটি নেতা রউফুল ইসলাম আর আমাদের মধ্যে নেই

 

বিয়ানীবাজার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে’র সাবেক সভাপতি, বিয়ানীবাজার ক্যান্সার হাসপাতালের ভূমি দাতা ও হাসপাতালের পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান কমিউনিটি নেতা আলহাজ্ব রউফুল ইসলাম আর আমাদের মধ্যে নেই।

কোভিড-১৯ প্রাণঘাতী করোনাভাইরাসের সাথে ১৬ দিন যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন। আজ রাত ১০ টায় কুইন্স হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে।

রউফুল ইসলাম ১৯৭৯ সালে সিলেট পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা ইন ইন্জিয়ারিং ( মেকানিকেল )ডিগ্রী লাভ করেন।

বাংলাদেশ ছাত্রলীগ পলিটেকনিক শাখার সভাপতি ছিলেন এবং লেবার পার্টি একজন সমর্থক  ছিলেন।

তিনি পূর্ব লন্ডন বায়তুল আমান মসজিদ এর উন্নয়নে ভূমিকা সহ বিভিন্ন জনহিতকর কাজের মাধ্যমে দেশে ও বিদেশে পরিচিত ছিলেন ।

তিনি সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ ও লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য এমরান আহমদের চাচাতো ভাই এবং লন্ডনের সাপ্তাহিক জনমতের সহকারী সম্পাদক সাংবাদিক মুসলেহ উদ্দিন আহমদের মামাতো ভাই।

একজন অতি অমায়িক মানুষ ও মানবিক কাজের জন্য সবার রউফ ভাই হিসেবে জানতো ।

মৃত্যু কালীন এক ছেলে ও দুইমেয়ে ও স্ত্রী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।

Advertisement