ব্রিট বাংলা ডেস্ক :: ৮৫ বছর বয়সে করোনার বিরুদ্ধে যুদ্ধ করে জয়ী হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে বেলভিউ হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ দিন আগে করোনা পজিটিভ হয়ে এই হাসপাতালে তিনি ভর্তি হয়েছিলেন। পরে কো মর্বিডিটিজনিত নানা সমস্যায় তিনি আক্রান্ত হন। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল টিম জানাচ্ছে, দ্রুত চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। রাতে ভালো ঘুম হচ্ছে। স্নায়ু সংক্রান্ত সমস্যা নিয়ে চিকিৎসকরা একটু চিন্তিত। চিন্তা আছে তার শরীরে সোডিয়াম এর ঘাটতি নিয়েও।
বর্ষীয়ান এই অভিনেতার মানসিক অস্থিরতা কিছুটা কমেছে বলে জানা গেছে। বুধবার তিনি চোখ মেলে তাকিয়েছেনও। এই কদিন তিনি কার্যত আছেন অর্ধ চেতন অবস্থায়। সৌমিত্র কন্যা পৌলোমী বসুও তার ফেসবুক পোস্টে বাবার কোভিড মুক্ত হওয়ার খবর জানিয়েছেন। তিনি আবেদন করেছেন, সোশ্যাল মিডিয়ায় সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বিভ্রান্তিমূলক খবর প্রচার বন্ধ করতে।