করোনার নতুন ভ্যারিয়েন্টেও কার্যকর ফাইজারের টিকা

ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকা। বুধবার প্রকাশিত এক গবেষণা রিপোর্টে এ কথা বলেছে ফাইজার কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের অনলাইন দ্য হিলে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা ভাইরাসের নতুন ধরন বা ভ্যারিয়েন্ট মূলত পাওয়া গিয়েছে বৃটেনে এবং দক্ষিণ আফ্রিকায়। ফাইজার/বায়োএনটেক আবিষ্কৃত টিকার কার্যকারিতার ওপর সামান্য প্রভাব ফেলতে পারে এই ভ্যারিয়েন্ট। প্রাথমিকভাবে গবেষণা করেছে ফাইজার এবং ইউনিভার্সিটি অব টেক্সাস মেডিকেল ব্রাঞ্চের বিজ্ঞানীরা। তাদের গবেষণায় দেখা গেছে, করোনার এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে অতিরিক্ত কোনো টিকার প্রয়োজন নেই।

ফাইজার/বায়োএনটেক এক বিবৃতিতে বলেছে, যদিও নতুন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে নতুন করে এমন কোনো নতুন টিকার প্রয়োজন নেই, তবু কোম্পানিগুলো প্রস্তুতি নিচ্ছে। তারা প্রস্তুতি নিচ্ছে, করোনা ভাইরাসের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এই ভ্যারিয়েন্ট মোকাবিলার জন্য।

গবেষণায় বলা হয়েছে, অন্যান্য মিউটেশন বা রূপান্তরের তুলনায় দক্ষিণ আফ্রিকায় যখন প্রথম করোনার নতুন ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে, পরীক্ষায় দেখা গেছে প্রচলিত টিকা তা মোকাবিলায় সামান্য কম কার্যকর। তবে তা একেবারেই সামান্য। এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রিপ্রিন্ট সার্ভার বায়োআরক্সিভ-এ। পিয়ার-রিভিউয়ের আগে এখানে গবেষণা তথ্য প্রকাশিত হয়। ওদিকে আরো সংক্রামক স্ট্রেইনের আবির্ভাব হয়েছে। তাতে উদ্বেগ বাড়ছেই। উদ্বেগ দেখা দিয়েছে, এমন স্ট্রেইন প্রতিরোধে বর্তমানের টিকাগুলো হয়তো কাজ করবে না।

Advertisement