করোনার বেইল আউট : ট্রেইন এবং বাস ভাড়া বাড়িয়েছে টিএফএল

ব্রিটবাংলা ডেস্ক : করোনা মহামারীর ক্ষতি কাটিয়ে উঠতে গত ৫ বছরের ভেতরে এই প্রথম ট্রেইন এবং বাস ভাড়া বাড়াল ট্রান্সপোর্ট ফর লন্ডন। ১ লা মার্চ থেকে ভাড়া বাড়ানোর ফলে যাত্রীরা বছরে অতিরিক্ত প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড পরিশোধ করবেন ট্রান্সপোর্ট ফর লন্ডনকে।
করোনা কারণে ক্ষতিগ্রস্ত ট্রান্সপোর্ট ফর লন্ডনকে গত বছরের অক্টোবরে ১ দশমিক ৬ বিলিয়ন পাউন্ড বেইল আউট করেছে কেন্দ্রীয় সরকার। এ কারণে কনজেশ্চন চার্জ বাড়ানোর পর এবার ২ দশমিক ৬ শতাংশ বাস ও টিউব ভাড়া বাড়ালেন লন্ডন মেয়র সাদিক খান। ১ লা মার্চ থেকে লন্ডন সব ধরনের ভাড়া অন্তত ২ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাবে বলে গত মাসে নিশ্চিত করেছিলেন লন্ডন সাদিক খান। সিঙ্গেল পে এস ইউ গো ভ্রমণে অর্থাৎ একই জোনের ভেতরে ভাড়ার কোনো পরিবর্তন হবে না। তবে জোন ১ থেকে ৬ এর ভেতরে ১০ পেন্স অথবা ২০ পেন্স পর্যন্ত ভাড়া বৃদ্ধি পাবে।
অন্যদিকে সিঙ্গেল বাস এবং ট্রাম ভাড়া বেড়েছে ৫ পেন্স বেড়ে ১ দশমিক ৫৫ পেন্স এবং ডেইলি ক্যাপ ১৫ পেন্স বেড়ে ৪ দশমিক ৬৫ পেন্স হবে। অন্যদিকে বাস এবং ট্রামের সাত দিনের সিজন টিকেটের মূল্য হবে ২১ দশমিক ৯০ পেন্স।
এছাড়া জোন ১-২ ট্রাভল কার্ড ৩৬ দশমিক ১০ পাউন্ড থেকে ৩৭ পাউন্ড, জোন ১-৩ সপ্তাহে ৪৩ দশমিক ৫০ পাউন্ড এবং জোন ১ থেকে ৬ এর সাপ্তাহিক ট্রাভল কার্ডের দাম হবে ৬৭ দশমিক ৭০ পাউন্ড।
তবে অনুর্ধ্ব ১৮ বছর বয়সীদের জন্যে ভ্রমণ ফ্রি থাকবে এবং সান্তান্ডার বাইকে কোনো পরিবর্তন হবে না। প্রথম আধা ঘন্টা ফ্রি এবং পরে ২ পাউন্ড পরিশোধ করতে হবে। তবে এয়ার লাইন ক্যাবল কারে ১১ শতাংশ ভাড়া বেড়েছে।

Advertisement