করোনার সংক্রমণ বাড়ায় স্পেনে ফের লকডাউন

ব্রিট বাংলা ডেস্ক :: স্পেনে আবারও করোনার সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় দেশটির রাজধানীতে কড়া লকডাউন আরোপের ঘোষণা দিয়েছে ইউরোপের এ দেশটির সরকার।

মাদ্রিদে বৃহস্পতিবার থেকে নতুন করে জারি করা লকডাউনে বিনা প্রয়োজনে কোনো বাসিন্দা ঘর থেকে বের হতে পারবে না। খবর বিবিসির।

তবে মাদ্রিদের আঞ্চলিক গভর্নর কেন্দ্রীয় সরকারের এ লকডাউনের প্রতি দ্বিমত পোষণ করেছেন।

গত দুই সপ্তাহে মাদ্রিদে নতুন করে ১ লাখ ৩৩ হাজার ৬০৪ জন করোনা রোগী শনাক্ত হওয়ার পর স্পেন নতুন করে লকডাউনের ওই সিদ্ধান্ত নেয়।

দেশটির বেশিরভাগ অঞ্চলের গভর্নররা বুধবার করোনা নিয়ে জরুরি সভায় লকডাউনের পক্ষে মতামত দেন।

বিনাপ্রয়োজনে কেউ মাদ্রিদে প্রবেশ করতে পারবেন না; এখান থেকে কেউ বেরও হতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে, আজার করতে এবং ডাক্তার দেখাতে বাইরে যেতে পারবেন।

খেলার মাঠ ও পার্ক বন্ধ থাকবে, বাড়িতে কোনো অনুষ্ঠান করলে ছয়জনের বেশি এতে অংশগ্রহণ করতে পারবে না।

Advertisement