করোনার সঙ্গে লড়তে যে বার্তা দিলেন সালমান খান

ব্রিট বাংলা ডেস্ক :: করোনারর সঙ্গে লড়াই করতে নরেন্দ্র মোদির কথা মেনে চলুন বলে ভক্তদের বার্তা দেন সালমান খান। নিজের সোশ্যাল হ্যান্ডেলে টুইট কড়ে সালমান বলেন, করোনারর সঙ্গে লড়াই করতে নরেন্দ্র মোদিকে সঙ্গ দিন, নরেন্দ্র মোদির কথা মেনে চলুন। করোনা থেকে বাঁচতে নিজেদের মধ্যে ৬ ফিটের দূরত্ব বজায় রাখুন। মাস্ক পরুন। বার বার হাত ধুয়ে ফেলুন। স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করুন হাত।

এদিকে, লকডাউন পর্ব উঠে যাওয়ার পর এবার বিগ বস ১৪’র শ্যুটিং শুরু করেছেন সালমান খান। এবার মুম্বাইয়ের গোরেগাঁও ফিল্মসিটিতে বিগ বসের সেট তৈরি করা হয়েছে। সেখানেই আপাতত শ্যুটিং চলছে ভারতীয় টেলিভিশনের গ্র্যান্ড রিয়েলিটি শোয়ের। জীবনে এই প্রথমবার বাড়ির বাইরে বের হয়ে শ্যুটিং করতে ভয় পাচ্ছেন বলে সম্প্রতি জানান সালমান খান।

তিনি বলেন, বাড়িতে তার বয়ষ্ক বাবা, মা রয়েছেন। ভাগ্নিও খুব ছোট। সেই কারণেই করোনা সংক্রমণের ভয়ে তিনি বাড়ির বাইরে বের হতে ভয় পাচ্ছিলেন বলেও জানান সালমান। সম্প্রতি বলিউডের বেশ কয়েকজন তারকা করোনায় আক্রান্ত হন। অমিতাভ বচ্চন থেকে শুরু ঐশ্বরিয়া রায় বচ্চন, কণিকা কাপুর, মালাইকা আরোরা, অর্জুন কাপুররা করোনায় আক্রান্ত হন।

Advertisement