ব্রিট বাংলা ডেস্ক :: ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপার দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিস চ্যালেঞ্জ করা রিটের শুনানি আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত মুলতবি রেখেছে হাইকোর্ট। একইসঙ্গে, আদালত বলেছেন ডিএজি রুপাকে দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার জন্য ৬ই ডিসেম্বর পর্যন্ত সময় চাইতে পারবেন। মঙ্গলবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারী রূপার পক্ষে শুনানি করেন এড. ইউসুফ হোসেন হুমায়ুন, জেডআই খান পান্না ও সালাহউদ্দিন দোলন। দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। পরে জেডআই খান পান্না সাংবাদিকদের বলেন, আদালত রিট মামলাটির শুনানি আগামী ৩রা ডিসেম্বর পর্যন্ত মুলতবি রেখেছেন। আর যেহেতু জান্নাতুল ফেরদৌসী রূপা এবং তার পুরো পরিবার কোভিড-১৯ এ আক্রান্ত, তাই স্বাভাবিকভাবেই তিনি হাজির হতে পারবেন না। তাই তাকে ৬ই ডিসেম্বর পর্যন্ত সময় চেয়ে দুদকে আবেদন করতে বলেছেন।
দুদকের আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বুধবার যদি জান্নাতুল ফেরদৌসী রূপা দুদকে যান, তাহলে তিনি আবেদন করে ৬ই ডিসেম্বর পর্যন্ত সময় নিতে পারবেন। যদি না যান, তাহলে তার পক্ষ থেকে কেউ আবেদন করবেন, তিনি যেহেতু অসুস্থ।
এর আগে ১লা ডিসেম্বর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার পক্ষে রিট করা হয়। রিট আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশেনর চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) এবং উপরিচালককে (বিশেষ অনুসন্ধান এবং তদন্ত-২) বিবাদী করা হয়। এছাড়া, রিট আবেদনে নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে রুল জারির আর্জি জানানো হয়।
তার আগে গত ২৮ অক্টোবর ঘুষগ্রহণের মাধ্যামে আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডেপুর্টি এটর্নী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপাকে তলব করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিমের সই করা নোটিশটি সুপ্রিম কোর্টে রুপার ঠিকানায় পাঠানো হয়। নোটিশে ডেপুটি এ্যাটর্নি জেনারেল রুপাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ঠা নভেম্বর দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। এদিন তাকে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্টের কপি ও নথিপত্রসসহ যেতে অনুরোধ করা হয়েছে। নোটিশে আরো উল্লেখ করা হয়, ডেপুটি অ্যার্টনী জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে অনিয়ম, দুুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল-জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এসবের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।
Advertisement