ব্রিট বাংলা ডেস্ক :: মারণভাইরাস করোনায় আক্রান্ত হয়েছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রে দুদা। তাঁর মুখপাত্র ব্লেজিজ স্পাইচালস্কি শনিবার এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁকে আইসোলেশনে রাখা হয়েছে। তবে শারীরিকভাবে সুস্থ আছেন বলে জানিয়েছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ অক্টোবর) নমুনা পরীক্ষায় তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর শনিবার (২৪ অক্টোবর) এক টুইট বার্তায় এ কথা জানান ব্লেজিজ স্পাইচালস্কি। ইউরোপের অন্যান্য দেশের মতো পোল্যান্ডও করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। সর্বশেষ গতকালও দেশটিতে ১৩ হাজার ৬০০ জনের শরীরে নতুন করে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর মারা গেছে ১৫৩ জন।
তিন কোটি ৮০ লাখ জনগোষ্ঠীর পোল্যান্ডে শনিবার সন্ধ্যা পর্যন্ত করোনা সংক্রমিত শনাক্ত ব্যক্তির সংখ্যা দুই লাখ ৪২ হাজারের মতো। এর মধ্যে চার হাজার ১৭২ জন মারা গেছে।