করোনায় আক্রান্ত মুশফিকের বাবা-মা

পরিবারের পাশে থাকতে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ না খেলে বুুধবার (১৪ জুলাই) দেশে ফিরছেন মুশফিকুর রহিম। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে, আজ রাতেই দেশে ফিরে আসছেন মুশফিক।কিন্তু কেন এই ফিরে আসা? কেন হঠাৎ ওয়ানডে সিরিজ শুরুর দু’দিন আগে জিম্বাবুয়ে থেকে বিমানে উড়ে দেশে ফেরত আসছেন মিস্টার ডিপেন্ডেবল?বিসিবি হেড অফ মিডিয়া রাবিদ ইমামের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অবশ্য কারণ দেয়া নেই। মুশফিক নিজেও তা জানাননি।হারারেতে টিম লিডার আহমেদ সাজ্জাদুল আলম ববির কাছে ফোন দিয়েও কিছু জানা যায়নি। তিনি বলেন, ‌যেহেতু মুশফিকুর রহীম নিজে থেকে কারণ ব্যাখ্যা করেননি, তাই আমাদের যেচে কারণ না বলাই যুক্তিযুক্ত।মুশফিকের পারিবারিক সমস্যা এবং বাবা-মার অসুস্থতার ইঙ্গিতই দেন ববি। যদিও সমস্যাটা আসলে কী, খোলাসা করে বলতে রাজি হননি জিম্বাবুয়ে সফরে টাইগারদের টিম লিডার।তবে হারারে থেকে টাইগারদের টিম ম্যানেজমেন্ট প্রকৃত কারণ না জানালেও বিসিবির একদম উচ্চ পর্যায়ের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে, মুশফিকের বাবা এবং মা দুজনই শারীরিকভাবে অসুস্থ এবং তাদের দুজনারই করোনা পজিটিভ। তাই মুশফিক অসুস্থ পিতা-মাতার চিকিৎসা এবং শুশ্রুষার জন্যই দেশে ফিরে আসছেন।

Advertisement