করোনা আতঙ্কের মধ্যেই শিশুদের স্কুলে পাঠাতে আহ্বান ব্রিটিশ সরকারের

ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে মৃত্যুর মিছিল থামছে না বৃটেনে। প্রতিদিন বাড়ছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। গত চব্বিশ ঘন্টায় ব্রিটেনে আরো ৪শ ৬৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বৃটেনে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪ হাজার ৪শ ৬৬ জনে। শনিবার টেন ডাউনিং স্ট্রীটে সরকারের করোনা ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ব্রিটিশ এডুকেশন সেক্রেটারী গেভিন উইলিয়ামসন। এ সময় তিনি করোনা আতঙ্কের মাঝেই পহেলা জুন থেকে শিশুদের স্কুলে পাঠাতে আবারো আহ্বান জানিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী বরিস জনসন ঘোষণা দিয়েছিলেন পর্যায়ক্রমে লকডাউন শিথিলের অংশ হিসেবে পহেলা জুন থেকে স্কুল খুলে দেওয়া হবে। তবে করোনা আতঙ্কের মধ্যে স্কুল খোলা হলে তা শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্যে কতোটা ঝুঁকিমুক্ত হবে তা নিয়ে বির্তক চলছে। আগামী মাস থেকে স্কুল খোলার বিপক্ষে অবস্থান নিয়েছে ইউনিয়ন। ইংল্যান্ডের কয়েকটি কাউন্সিলও পহেলা জুন থেকে স্কুল খোলার বিপক্ষে তাদের অবস্থান বলে জানিয়ে দিয়েছে।
উত্তর-পূর্ব ইংল্যান্ডের হার্টলিপুল কাউন্সিল এবং লিভারপুল কাউন্সিলে পহেলা জুন থেকে স্কুল খোলা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এ দুটি কাউন্সিল থেকে বলা হয়েছে, শুধুমাত্র অসহায় শিশু এবং প্রথমসারির ওয়ার্কারদের শিশুদের জন্যে পহেলা জুন থেকে স্কুল চালু করা হবে। যদিও এডুকেশন সেক্রেটারী বলেছেন, সরকার চাইছে ইয়ার ওয়ান থেকে ইয়ার সিক্স এবং ইয়ার টেন এবং ইয়ার টুয়েলভের শিক্ষার্থীদের জন্যে পহেলা জুন থেকে স্কুল চালু করতে। স্কুলে শিশু এবং স্টাফদের করোনা ঝুঁকি থেকে রক্ষার জন্যে সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি ক্লাশ সাইজ ছোট করাসহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন এডুকেশন সেক্রেটারী।

Advertisement