ব্রিট বাংলা ডেস্ক :: বিশ্বজুড়ে একটি আতঙ্কের নাম করোনা ভাইরাস। করোনা ভাইরাসের প্রকোপে প্রায় পুরো বিশ্ব এখন লকডাউন। ঘরবন্দি হয়ে পড়েছে বিশ্বের শত শত কোটি মানুষ । এমন অবস্থায় করোনার ভয়ে নিষ্ক্রিয় হয়ে পড়েছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) । এমনটি জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ডেইল স্টার।
ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, আইএস নেতারা যোদ্ধাদের করোনার ভয়ে নিজেদের আইসোলেশনে রেখেছেন । তাদের বিশ্বাস, অবিশ্বাসীদের জন্য সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো হয়েছে এই করোনা ভাইরাস।
এ বিষয়ে আইএস বিশেষজ্ঞ একজন দাবি করেন, আইএস’র প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল-কুরেশি এখন হয়তো করোনা থেকে বাঁচার জন্য আলাদা হয়ে আছেন। কাউন্টার টেরোরিজম সংস্থা গ্লোবাল রিস্ক ইন্টারন্যাশনালের বিশেষজ্ঞ ডেভিড অত্তো বলেন, বেশিরভাগ সন্ত্রাসী কর্মকাণ্ডই এখন আর হচ্ছে না। করোনা ছড়িয়ে পড়ার পর থেকে আমরা আইএস’র তেমন কোন হামলার ঘটনা দেখিনি। কারণ বেশিরভাগ লোক এখন ঘরবন্দি। এছাড়া রাস্তায়ও নিরাপত্তা এখন বেশি। হয়তো আইএস জঙ্গিরা নিজেদেরকে দুর্গম এলাকায় করোনা প্রকোপের মধ্যে লুকিয়ে আছেন।
জঙ্গি সংগঠন আইএস এক সময় বিশ্বে ত্রাস সৃষ্টি করলেও সম্প্রতি বেশ দুর্বল হয়ে গেছে সংগঠনটি।গত বছর মার্কিন বাহিনীর হামলায় সিরিয়ায় আইএস নিজেদের দখলে থাকা শেষ এলাকাটিও হারায়। তবে এখনো ফুরিয়ে যায়নি আইএস;এমন দাবি করছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের একটি পর্যবেক্ষণ সংস্থা জানায়, ৯৭ মিলিয়ন ডলার অর্থ সম্পদ এখনো আইএস জঙ্গিদের কাছে আছে।