করোনা চিকিৎসা : ইংল্যান্ডে ১৯ এনএইচএস স্টাফের মৃত্যু

ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে আক্রান্ত রোগিদের চিকিৎসা সেবা দিতে গিয়ে ইউকেতে এ পর্যন্ত ১৯ জন ডাক্তার এবং নার্স মৃত্যুবরণ করেছেন। শনিবার হেলথ সেক্রেটারী ম্যাট হ্যানকক এই তথ্য নিশ্চিত করেন। যদিও শুক্রবার এই তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন ইংল্যান্ডের চীফ নার্সিং অফিসার রুথ মে।

https://britbangla24.com/news/104100/

এদিকে রয়েল কলেজ অব নার্সিংয়ের চীফ এক্সিকিউটিভ ডেইম ডোনা কিনায়ার বলেছেন, ইনটেনসিভ কেয়ারে রোগিদের সেবা করতে গিয়ে কেউ মারা যাচ্ছে না। বরং পার্সনাল প্রোটাক্টিভ ইকুইপমেন্ট স্বল্পতাই হাসপাতালের স্টাফদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

https://britbangla24.com/news/104042/

এনএইচএস স্টাফ এবং কেয়ারওয়ার্কারদের জন্যে জরুরী ভিত্তিতে পিপিই নিশ্চিত করার জন্যে গত ১৮ মার্চ এক ফেইসবুক পোস্টে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছিলেন ইস্ট লন্ডনের হোমার্টন হাসপাতালের ইউরোলজিস্ট ডক্টর আব্দুল মাবুদ চৌধুরী। এর তিন সপ্তাহ পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ এপ্রিল কুইন্স হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

https://britbangla24.com/news/104039/

হেলথ সেক্রেটারীর তথ্য অনুযায়ী, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যে ১৯ জন এনএইচএস স্টাফ মৃত্যুবরণ করেছেন। এরমধ্যে ডক্টর আব্দুল মাবুদ চৌধুরীসহ ১০ জন মুসলিম এবং ইমিগ্র্যান্ট ডাক্তার এবং ১ জন প্রথমসারির নার্স রয়েছেন।

Advertisement