ব্রিট বাংলা ডেস্ক :: সমকামি ও উভকামিদের দেহ থেকে প্লাজমা নেয়া হবে না বলে জানিয়েছে বৃটেনের স্বাস্থ্য বিভাগ এনএইচএস । কোভিড নাইন্টিন থেকে সেরে ওঠাদের দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্তদের চিকিৎসা করা হচ্ছে দেশটিতে। তবে চাইলেই সমকামি বা উভকামিরা প্লাজমা দান করতে পারবেন না। লন্ডনের সেন্ট টমাস হাসপাতাল সেরে ওঠাদের প্লাজমা দিয়ে চিকিৎসা শুরু করতে যাচ্ছে। সেখান থেকেই এমন তথ্য জানানো হলো। এতে বলা হয়েছে, গত তিন মাসে যেসব পুরুষ অন্য কোনো পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন তাদের শরীর থেকে প্লাজমা নেয়া হবে না। ১৯৭০ ও ১৯৮০ এর দশকে এইচআইভি ভাইরাস ছড়িয়ে পড়ার জন্য সমকামিদের দায়ি করা হতো। সেই ধারা থেকেই এখন সমকামিদের শরীর থেকে শ্বেত রক্ত কণিকা প্রদান বন্ধ করা হচ্ছে।
এমন ঘোষণার কথা প্রথম প্রকাশিত হয় আইটিভি’তে। এতে জানানো হয়েছে, প্রাচীণ এই আইনে সমকামিদের প্লাজমা প্রদানের বিষয়টি বন্ধ নিশ্চিত করেছে বৃটেনের স্বাস্থ্য কর্তৃপক্ষ। কেউ যদি ‘‘ওরাল সেক্সও’ করে থাকে তার প্লাজমাও নেয়া হবে না বলে জানানো হয় খবরে। এদিকে এনএইচএস-এর ‘ব্লাড এন্ড ট্রান্সপ্ল্যান্ট গাইডেন্স’ জানিয়েছে, সমকামিদের মধ্যে নির্দিষ্টি কিছু রোগের সংক্রমণ হওয়ার প্রবণতা রয়েছে। তাই নিরাপত্তার স্বার্থে তাদের প্লাজমা ব্যবহার করা হচ্ছে না।