ব্রিটবাংলা ডেস্ক : করোনা ভাইরাসে বিশ্বব্যাপি মৃতের সংখ্যা ৩৬ হাজার ৯শ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছে ৭শ ৬৮ হাজারের বেশি মানুষ। করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা সাড়ে ১১ হাজার ছাড়িয়ে গেছে। দেশটিতে আক্রান্ত হয়েছে প্রায় ১শ ১ হাজারের বেশি মানুষ। তবে আক্রান্তের সংখ্যা বিশ্বের মধ্যে সবচাইতে বেশি বর্তমানে আমেরিকাতে। অন্তত ১ শ ৫৬ হাজার মার্কিনী করোনায় আক্রান্ত। দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২ হাজার ৮ শ ছাড়িয়ে গেছে। এদিকে ইউরোপের আরেক দেশ স্পেনে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৮১২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৭৩৪০। এদিকে ব্রিটেনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১৪শ ছাড়িয়ে গেছে। দেশটিতে গত ২৪ ঘন্টায় ১৮০ জনের মৃত্যু হয়েছে। ব্রিটেনে সর্বমোট ২২ হাজার ১শ ৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার পর্যন্ত দেশটিতে ১শ ৩৪ হাজার ৯শ ৪৬ জন করোনা ভাইরাসের পরীক্ষা করিয়েছেন। এর মধ্যে ১শ ১২ হাজার ৮শ ৫ জনের নেগেটিভ ফলাফল এসেছে। তবে অন্তত ৯ হাজার করোনা রোগি হাসপাতালের রয়েছেন।
এদিকে লন্ডন এক্সেল সেন্টারকে পুরোপুরি হাসপাতালের রূপান্তর করা হয়েছে। নাইট্যাঙ্গেল নামের এই অস্থায়ী হাসপাতালে সোমবার ডাক্তার, নার্সসহ অন্যান্য স্টাফ যোগ দিয়েছেন। এতে অন্তত ৪ হাজার ইন্টেনসিভ কেয়ার ইউনিট রয়েছে। সরকারের আহ্বানে সাড়া দিয়ে অন্তত ২০ হাজার সাবেক এনএইচএস স্টাফ কাজে ফিরেছেন। অন্যদিকে বিদেশে আটক ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনার জন্য সরকার প্রায় ৭৫ মিলিয়ন পাউন্ডের একটি প্যাকেজ ঘোষণা করেছে। সোমবার সরকারের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই ঘোষণা দেন ব্রিটিশ ফরেন সেক্রেটারী।