সাদিয়া খানম নামরে ছাব্বিশ বছর বয়সি এই তরুন বিজ্ঞানী প্রায় দেড় বছর গবেষণার পর ভলটিক নামের একটি জীবাণুনাশক স্প্রে আবিস্কার করেছেন। এই স্প্রে টি যেকোন বস্তুর উপর প্রয়োগ করা হলে দুই সপ্তাহের জন্য জীবাণুমুক্ত থাকবে বলে দাবি করছেন সাদিয়া খানম। বিবিসিইতিমধ্যে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্য সেবা ব্যবস্থা এনএইচএসসহ বিভিন্ন কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষার পর এটিকে অনুমোদন দিয়েছে। করোনা পেন্ডামিকের এই সময়ে সাদিয়ার এই উদ্ভাবনকে বড় ধরণের আবিস্কার বলে গণ্য করা হচ্ছে।এই বিষয়ে বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যমে সাদিয়া জানায়, ব্রিটেনে করোনা ভাইরাসের প্রোকপ শুরু হওয়ার পরেই তিনি তার পিনএইচডি গবেষণা স্থগিত রেখে উত্তর পশ্চিম ইংল্যান্ডের চেশায়ারে তার বাবার রেস্তোরায় এই ভাইরাসটি নিয়ে গবেষণা শুরু করেন। এনটিভিতিনি আরও জানান, গবেষণায় করোনা ভাইরাসকে ধংস করার জন্য তিনি নানান রকমের সমীকরণের সন্ধান করতে থাকেন। গবেষণার এক পর্যায়ে এই কার্যকারী ইকুয়েশনটি উদ্ভাবন করতে সক্ষম হন বলে জানান সদিয়া।
করোনা ভাইরাস প্রতিরোধী স্প্রে আবিস্কার করলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ বিজ্ঞানী
Advertisement