ব্রিট বাংলা ডেস্ক :: মহামারী করোনাভাইরাস মোকাবেলায় ৩৫ সদস্যের একটি মনিটরিং কমিটি গঠন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনটির মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। এই মনিটরিং কমিটির আহ্বায়ক হয়েছেন ডা. এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম। আর সদস্য সচিব হয়েছেন ডাক্তার সায়ীদ মেহেবুব উল কাদির।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মনিটরিং কমিটির কাজ হচ্ছে, দেশের করোনা আক্রান্ত চিকিৎসকসহ ও স্বাস্থ্যকর্মীদের তালিকা প্রণয়ন ও তাদের সঙ্গে যোগাযোগ করা। আর বিভিন্ন ডেডিকেটেড হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার বা ফিভার ক্লিনিকে দায়িত্ব পালনকারী জাতীয়তাবাদী চিকিৎসকগণের তালিকা প্রণয়ন করা।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্যাবের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদকগণ এই মনিটরিং কমিটির বিভাগীয় সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। তারা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের সঙ্গে যোগাযোগ করবেন।