করোনা ভ্যাকসিন : মঙ্গলবার কেমডেনে সচেতনতামুলক ভার্চুয়াল সভা

ব্রিটবাংলা ডেস্ক : কেমডেন কাউন্সিলের উদ্যোগে করোনা ভাইরাস এবং ভ্যাকসিন বিষয়ে লন্ডনে বাংলাদেশী কমিউনিটির জন্যে একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত ভার্চুয়াল এই সভায় জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ, রাজনীতিবিদ এবং কমিউনিটি লিডাররা বক্তব্য রাখবেন।
করোনা মহামারীতে কিভাবে নিরাপদ থাকা সম্ভব, করোনায় আক্রান্ত হলে বা করোনা রোগির সাথে বসাবস করলে কি করতে হবে এবং করোনা ভ্যাকসিন ও ভ্যাকসিন গ্রহনের পর কি করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হবে সভা থেকে।
লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এবং কেমডেন কাউন্সিল লিডার কাউন্সিলর জর্জিয়া গোল্ড সভাটি হোস্ট করবেন।
এতে বক্তব্য রাখবেন পাবলিক হ্যালথ ইংল্যান্ডের রিজিওনাল ডাইরেক্টর প্রফেসর কেভিন ফ্যান্টন, এনএইচএস লন্ডনের চীফ নার্স মার্টিন মার্চারি, হাম্পস্টেড এন্ড কিলবার্নের এমপি টিউলিপ সিদ্দিক, বেথনালগ্রীণ এন্ড বো’র এমপি রুশানারা আলীসহ ব্রেন্ট, টাওয়ার হ্যামলেটস, ক্রয়ডন, বেক্সলি, রিচমন্ড এবং কেমডেন কাউন্সিলের লিডার এবং মেয়র বক্তব্য রাখবেন।
আগ্রহীদের নীচের লিঙ্কে যোগ দেওয়ার জন্যে কেমডেন কাউন্সিল থেকে আহ্বান জানানো হয়েছে।

https://us02web.zoom.us/j/84588449701. It will also be livestreamed on our YouTube.
এছাড়া যাদের ইন্টারনেট সমস্যা রয়েছে তাদেরকে 0203 901 7895 নাম্বারে ডায়েল করে অনুষ্ঠান শোনার জন্যে আহ্বান জানানো হয়েছে।

Advertisement