ব্রিট বাংলা ডেস্ক :: করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যায় যুক্তরাজ্যকে ছাড়িয়ে তৃতীয় স্থানে চলে এসেছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিত এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৪ হাজার ২২০ জন। মারা গেছেন ১৬ হাজার ৭৯২ জন।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ব্রাজিলে এখনো পরীক্ষা চলতে থাকায় আক্রান্তের সংখ্যা বর্তমানের চেয়ে প্রায় ১৫ বেশি হতে পারে।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনা নিয়ে চলছে রাজনৈতিক সংকট। ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেয়ার কথা বললেও এতে রাজি হচ্ছে না দেশটির বিভিন্ন রাজ্য সরকাররা। এদিকে ব্রাজিলে করোনা প্রকোপ শুরু হওয়ার পর থেকে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধের জেরে দুজন স্বাস্থ্যমন্ত্রী ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আর এই সংকটের মধ্যেই তৃতীয় স্বাস্থ্যমন্ত্রীর সন্ধান করছেন ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারো।