ব্রিট বাংলা ডেস্ক :: অব্যাহতভাবে বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। এর প্রেক্ষিতে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিড শহরে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সান ফ্রান্সিকোর মানুষদের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য জরুরি প্রয়োজনে এই পদক্ষেপ নিতে হচ্ছে। এরই মধ্যে চীন থেকে শুরু হয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে এশিয়া, মধ্যপ্রাচ্য ও ইউরোপে। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫৩ জন। সারা বিশ্বে এতে মারা গেছেন কমপক্ষে ২৭০০ মানুষ। আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৮০ হাজার। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন থেকে সতর্কতা দেয়া হয়েছে।
বলা হয়েছে, এই সংক্রমণ থেকে কোনোভাবে নিজেকে রক্ষা করতে পারবে না যুক্তরাষ্ট্র। অন্যভাষায়, যুক্তরাষ্ট্রে এই সংক্রমণ অপরিহার্য্য। এ খবর দিয়েছে অনলাইন বিজনেস ইনসাইডার। এতে বলা হয়, সান ফ্রান্সিসকোর মেয়র লন্ডন ব্রিড মঙ্গলবার বিকেলে তার শহরে জরুরি অবস্থার ঘোষণা দেন। এ নিয়ে প্রথম রিপোর্ট প্রকাশ করে সান ফ্রান্সিসকো ক্রনিকল। লন্ডন ব্রিড বিবৃতিতে বলেছেন, করোনা ভাইরাস নিয়ে বৈশ্বিক চিত্র দ্রুত পাল্টাচ্ছে। এ জন্য আমাদেরকে দ্রুত প্রস্তুতি নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন বিশ্বের নতুন নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। তাই ক্ষতি থেকে এ শহরের মানুষদের রক্ষা করার জন্য আমরা জরুরি ব্যবস্থা নিয়েছি।