কলকাতার গায়ক সাকীকে বিয়ে করলেন এশা ইউসুফ

ব্রিট বাংলা ডেস্ক :: কলকাতার জনপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের গায়ক সাকী ব্যানার্জিকে বিয়ে করলেন মঞ্চ অভিনেত্রী-নির্মাতা-প্রযোজক এশা ইউসুফ। গতকাল ১১ই অক্টোবর সন্ধ্যায় কলকাতার ম্যারিয়ট হোটেলে পারিবারিকভাবে এ আয়োজন করা হয়। বাবা-মা সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু ও শিমুল ইউসুফ ছাড়াও এতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে জানা যায়। আরও জানা যায়, বর সাকী এশার বন্ধু ও পারিবারিকভাবে তারা পরিচিত। মূলত পারিবারিকভাবেই এই আয়োজন করা হয়। সাকী ব্যানার্জি কলকাতার শ্রোতাপ্রিয় ব্যান্ড ক্যাকটাসের ভোকাল ও গীতিকার। নিয়মিত বাংলাদেশেও কাজ করছেন। ব্যান্ড অবসকিওরের সঙ্গে ‘দাঁড়াতে আর বলব না’ গান বেঁধেছিলেন তিনি।

এরপর গত বছরই ঢাকা থিয়েটারের ‘পুত্র’ নাটকের সংগীতায়োজন করেন সাকী। জানা গেছে, এশা-সাকীর বিয়েতে অন্যদের সঙ্গে উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী মিনু হক, রবীন্দ্রসংগীতশিল্পী ফারহিন খান জয়িতা ও মঞ্চাভিনেতা মোস্তাফিজ শাহীন। এদিকে, এশা ইউসুফ মঞ্চনাটকের পাশাপাশি নির্বাহী প্রযোজক হিসেবে নিয়মিত কাজ করছেন। ‘আয়নাবাজি’, ‘আলফা’ ও ‘গেরিলা’ ছবি ছাড়াও বেশ কিছু চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।

Advertisement