ব্রিট বাংলা ডেস্ক :: করোনার কারণে কলকাতায় আটকে পড়া বাংলাদেশিদের জন্য দু’টি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯শে মে (শুক্রবার) ও ৩১শে মে (রোববার) সেখান থেকে বাংলাদেশি নাগরিক দেশে ফিরবেন। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। আজ কলকাতার বাংলাদেশের ডেপুটি হাইকমিশন থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
ডেপুটি হাইকমিশন জানায়, কলকাতায় আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের জন্য নভোএয়ারের দুইটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। আগামী ২৯ ও ৩১ মে বিকেল ৩টা ৪০ মিনিটে ফ্লাইট দুইটি ঢাকায় ফিরবে। আগ্রহীদের কলকাতা মিশনে দ্রুত যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
Advertisement