কলম্বিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭

ব্রিট বাংলা ডেস্ক :: কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শহর পোপায়ানের কাছে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ওই বিমানে থাকা ৭ জন আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন। ওই শহরের মেয়র এবং বিমান কর্তৃপক্ষ এই তথ্য জানান। খবর বিবিসি, রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার দেশটির স্থানীয় সময় দুপুর ২টা ১১ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি পোপায়ান থেকে লোপেজ ডি মিকাই এলাকার দিকে যাচ্ছিল।

বিমানটিতে মোট ৯ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় এর মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। অপর ২ আরোহী গুরুতর আহত হয়েছেন। এছাড়া যে এলাকায় বিমানটি বিধ্বস্ত হয় সেখানে এক শিশু আহত হয়েছে।

ওই এলাকার দমকল বাহিনীর কমান্ডার হুয়ান কার্লোস গানান বলেন, দমকল বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।

তবে বিমানটি ঠিক কী কারণে বিধ্বস্ত হয়েছে তা এখনও জানা যায়নি।

কলম্বিয়ার বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্ঘটনার তদন্ত হচ্ছে।

Advertisement