কাউন্টি লাইন ড্রাগ অপারেশন : লন্ডনে ১৫৪ জন গ্রেফতার

ব্রিটবাংলা ডেস্ক : লন্ডনে বিশেষ অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদকপাচারীকারী চক্রের ১৫৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে নগদ অর্থ এবং অস্ত্র।
মেট পুলিশ জানিয়েছে, কাউন্টি লাইন অর্থাৎ বিশেষ টেলিফোন নেটওয়ার্কের মাধ্যমে লন্ডনে সংঘবদ্ধ মাদক পাচারকারীদের ধরার উদ্দেশ্যে অটোমেটিক নাম্বার প্লেইট র‌্যাকগনেশন সংক্ষেপে এএনপিআর নামের বিশেষ প্রযুক্তি ব্যবহার করে গত ২৩ ফেব্রুয়ারী থেকে ২৭ ফেব্রুয়ারী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মেট পুলিশের সাথে এসেক্স, সাকেক্স, সারি এবং থেমস ভ্যালি পুলিশের প্রায় ১শ অফিসার যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে ক্লাশ এ ড্রাগের পাশাপাশি ৪৯ টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদকপাচার কাজে ব্যবহারের সন্দেহে ২৭টি গাড়িও জব্ধ করে পুলিশ।
এই অভিযান পরিচালনার সময়, ইস্ট লন্ডনের প্লাস্টোর কুইন্স রোডে একজন ড্রাইভারকে থামিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তীতে তার বাড়িতে অভিযান চালিয়ে তিনটি ধারালো অস্ত্রসহ ক্লাশ ‘এ’ এবং ‘বি’ ড্রাগ উদ্ধার করা হয়।
দ্যা ভায়োলেন্ট ক্রাইম টাস্ক ফোর্স নামের এই অভিযানের ভারপ্রাপ্ত ইন্সপেক্টর পেইট লুসিয়ানো বলেন, মাদক এবং দুর্বাত্তয়ন কমিউনিটির শান্তি বিনষ্ট করে সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলছে। কমিউনিটিতে নিরাপত্তা নিশ্চিত করতেই এ ধরনের বিশেষ অভিযান চালানো হয় এবং তা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন তিনি।

Advertisement