ব্রিটবাংলা ডেস্কঃযুক্তরাজ্য বসবাসরত সিলেট সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড বাসীর কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীমের সমর্থনে এক মতবিনিময় সভা বৃহশপতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের রাইট লেইন প্রোপাটি অফিসের হল রুমে অনুষ্ঠিত হয় ৷
সিলেট জেলা ফুটবল দলের প্রাক্তন খেলোয়াড় আবু বক্কর সিদ্দিকী রনির সভাপতিত্বে ও উদয়ন তরুণ সংঘের সাবেক সভাপতি শহিদুল ইসলাম মামুন এর সঞ্চালনায় বৃহত্তর ৬নং ওয়ার্ডের বিপুল সংখ্যাক অধিবাসী অংশ নেন ৷
এতে সংহতী জানিয়ে উপস্থিত ছিলেন কাউন্সিলার আহ্বাব হোসেন ৷
এতে অন্যান্য দের মধ্যে বক্তব্য রাখেন কবি শামীম আহমদ আলহাজ আতাউর রহমান,আবুল হোসেন,সাংবাদিক সায়েম চৌধুরী, ইকরাম আহমদ বাবলু, আবির হোসেন বাবলা, সোয়েব চৌধুরী জুয়েল, ইজদানী রুওশন,আহাদ চৌধুরী বাবু , ফয়সল আহমদ, ফারুক ফুয়াদ চৌধুরী এমরান আহমদ, হুমায়ুন কবির, রওশন নুরানী ,এহসানুল ইসলাম তানিম ,সালিক রহমান সুহেল,আমজাদ সুলেমান তাসবিরুল চৌধুরী শিমুল, আতিকুর রহমান ফজল,শাহান মিয়া, ইমন আহমদ মিজান আহমদ, আইয়ুব আলী,উবায়দুল হক ইভান প্রমুখ ৷
সভায় বক্তারা আসন্ন ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে কাউন্সিলার পদে বারবার নির্বাচিত কাউন্সিলার ফরহাদ চৌধুরীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন নেতৃত্ব প্রদান এবং সামগ্রীক দিক পর্যালোচনা করে আগামী নির্বাচনে তাকে পুনরায় রায় দেওয়ার জন্য ওয়ার্ড বাসীর নিকঠ আহবান জানান ৷
এছাড়া সভায় এলাকার প্রয়াত সকলের জন্য বিশেষ দোয়া করা হয়৷
দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মৌলানা আতাউর রহমান ৷
অনুষ্ঠানে উদয়ন তরুণ সংঘের সাবেক সাধারন সম্পাদক সোয়েব চৌধুরীর জুয়েলের জন্ম দিন উপলক্ষে কেক কাটা হয়।
কেক স্পন্সর করে পূর্ব লন্ডনের মাহী সুইট ৷ অনুষ্ঠান লাইভ সম্প্রচার করে এলবি টিভি ৷
এতে বিশিষ্ট ব্যবসায়ী ফারুক ফুয়াদ চৌধুরীর সৌজন্যে নৈশ্য ভোজের আয়োজন করা হয়।