কানাইঘাটে স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলার কালিনগর গ্রামে ফাতিমা বেগম নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে স্বামী মরম আলী পলাতক রয়েছে।

খবর পেয়ে শুক্রবার সকাল থেকে ঘটনাস্থলে রয়েছেন কানাইঘাট সার্কেলের সিনিয়র এএসপি আব্দুল করিম ও থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটের একটি দল।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Advertisement